| দুপুর ১:৩৮ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রেলওয়ে ও বাসটার্মিনাল কালোবাজারিদের দখলে

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ১৬ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:
ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর এগারসিন্দুর ট্রেন ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট ভাগলপুর ও সরারচর রেলষ্টেশনে নির্ধারিত দামের চেয়ে ৪০-৫০ টাকা বিক্রি করছে কালো বাজারিরা। ঐসব ষ্টেশনে ভোকিংক্লার্ক ও কম্পিউটার অপারেটরগণ কালোবাজারি চক্রের সাথে জড়িত থেকে সাধারণ যাত্রীরা শোভন ১০০ টাকার টিকেট ১৫০ টাকায়, শোভন চেয়ার ১২০ টাকার টিকেট ১৭০-১৮০ টাকায়, প্রথম শ্রেণির টিকেট ১৯০ টাকার টিকেট ২২৫ টাকায় বিক্রি করছে বলে স্ব-স্ব ষ্টেশনের যাত্রীদের অভিযোগ। এসব ষ্টেশনে ষ্টেশন মাষ্টারদের কাছে যাত্রীরা গেলে বলে টিকেট নেই কিন’ কালোবাজারিদের হাতাত রেখে তারা এসব টিকেট বিক্রি করছে। অন্যদিকে ভৈরব কুলিয়ারচর বাসষ্টেশনে যাত্রীদের কাছ থেকে বি.আর.টি.সি, যাতায়ত, হানিফ পরিবহন সহ কয়েকটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০-৩০ টাকা বেশি হারে যাত্রীদের নিকট থেকে টিকেটের টাকা বেশি নিচ্ছেন। এসব কাউন্টারে মাষ্টাররা জানান, ঈদের বোনাস ও পুলিশকে সম্মান করার জন্য যাত্রীদের নিকট থেকে বেশি ভাড়া নিচ্ছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৫ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০১৫