| দুপুর ১২:২৬ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে আর ইবি ও পিডিপির ঘনঘন বিদ্যুৎ লোডশেডিং গ্রাহকদের ক্ষোভের সঞ্চার

বাজিতপুর  সংবাদদাতা,১৫ জুলাই ২০১৫, বুধবার : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১ টি ইউনিয়নের আর ইবির আওতাধীন ১৬০ টি গ্রামে গত কয়েক মাস ধরে দিন রাত মিলে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে। কিনত্মু ১৮-১৯ ঘণ্টা বিদ্যুৎ লোডশেডিং থাকার কারণে গ্রাহকদের মধ্যে  ক্ষোভের সঞ্চার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ গ্রাহক রা বার বার আর ইবির অভিযোগ কেন্দ্রে অভিযোগ দেওয়া সর্ত্বেও কোন কাজ হচ্ছে না। বিদ্যুৎ না পেয়ে ও এই সব গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা মাসের পার মাস ভৌতিক বিল দিতে হচ্ছে। কুলিয়ারচর আর ইবির অফিসে এইসব পরিসিত্মর কথা গ্রাহকরা উপসত্মাপন করলেও কোন সুরাহা দিচ্ছে না। শেষ পর্যনত্ম গ্রাহকরা প্রতারণার শিকার হচ্ছে অনেক দিন ধরে। এই দিকে আর ইবির মত পিডিপির অফিস ও ভৌতিক বিল দিয়ে ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক দের সাথে প্রতারণার আশ্রয় নিচ্ছে। বাজিতপুর পৌরসভা সহ সরারচর, ও দিলালপুর, দিঘীরপাড়ে গ্রাহকদের কে মিটার না দিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎের লাইন সংযোগ দিয়ে অটো গেরেজ, ষ্টিলবডি নৌকা হতে মাসের পর মাস লাখ লাখ টাকা মাসোহারা নিচ্ছে অত্র অফিসের কিছু অসাধু কর্মচারী। অথচ আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী এইবিষয়ে প্রশ্ন করা হইলে তিনি বলেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। সহকারী বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল আজিজ সহ অফিসের মিটার রিডার, অত্র অফিসের কর্মচারী গণ সরারচর ও বাজিতপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা উর্পাজন করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৯ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৫