| রাত ৮:১৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতীয় ছিটমহলের অধিকাংশই বাংলাদেশে থাকতে চান

অনলাইন ডেস্ক,১৫ জুলাই ২০১৫, বুধবার:

বাংলাদেশ-ভারত ছিটমহল আদমশুমারি শেষ পর্যায়ে রয়েছে। দেখা গেছে, বাংলাদেশে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের ৩৭ হাজার বাসিন্দার মধ্যে মাত্র ১১৭৩ জন ভারতে যেতে চান! বাকী প্রায় ৩৬ হাজার বাসিন্দাই থাকতে চান বাংলাদেশে। ১১৭৩ জনকে এখন ভারত সরকার নিজ দেশে জায়গা দেবে। তবে এটি অনুমেয় ছিল যে, বাসিন্দারা স্থান বদল করতে চাইবেন কম। এ ফলাফল সে অনুমানেরই প্রতিফলন। এ খবর দিয়েছে ভারতীয় দৈনিক দ্য স্টেটসম্যান। আদমশুমারির ফলাফল পশ্চিমবঙ্গ রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কুচবিহার জেলা প্রশাসন। রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ বাসিন্দাই দেখা গেছে নিজেদের জমি ও স¤পদ ছেড়ে যেতে চান না। তারা কর্মকর্তাদের বাংলাদেশী নাগরিকত্ব বেছে নেয়ার কথাই জানিয়েছেন। তবে অনেক বাসিন্দা বলছেন, ভারতে ফেরত গেলে তাদের কী ক্ষতিপূরণ দেয়া হবে তারা তা জানেন না। এজন্যই তারা ভারতীয় নাগরিকত্ব নিতে আগ্রহী নন। কর্মকর্তারা বলছেন, ক্ষতিপূরন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে তা চূড়ান্ত করে ঘোষণা দেয়া হয়নি। এর ফলে বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব গ্রহণের ব্যাপারে অনাগ্রহী। আবার এমন অভিযোগ রয়েছে যে, ভারতীয় ছিটমহলের অনেক বাসিন্দাকে ভয় দেখানো হচ্ছে। বা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে দেয়া হচ্ছে না।

সর্বশেষ আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০১৫