| সকাল ৮:৫৬ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই ২০১৫, মঙ্গলবার:

মন্ত্রিসভার কলেবর বাড়ছে আজ। মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ শপথ নিবেন নুরুল ইসলাম বিএসসি, তারানা হালিম, নুরুজ্জামান আহমেদ। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমাস পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিবেন। একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, নুরুল ইসলাম বিএসসি পূর্ণ মন্ত্রী হবেন। অন্যদিকে, তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ প্রতিমন্ত্রী হবেন। আজ বিকালে বঙ্গভবনে তাদের শপথ হবে। বিষয়টি এরইমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে গত বছরের ৫ই জানুয়ারির নির্বাচনের পর ১২ই জানুয়ারি শেখ হাসিনা’র নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। এতে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ জন মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রী ছিলেন। এরপর একই বছরের ২৬ শে ফেব্রুয়ারি খালি থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এ এইচ মাহমুদ আলী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মো. নজরুল ইসলাম হিরু। অপরদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সরিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এরপর হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত বছরের ১২ অক্টোবর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে। নতুন এলজিআরডি মন্ত্রী করা হয়েছে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। এখন মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা ২৯, উপদেষ্টা ৫ ও প্রতিমন্ত্রীর সংখ্যা ১৮ জন। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার মোট সদস্য ৫৩ (উপদেষ্টাসহ) জন। বর্তমানে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কোন মন্ত্রী নেই। অন্যদিকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়েও কোন মন্ত্রী নেই। তবে প্রতিমন্ত্রী আছেন। বর্তমান মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রী নেই। তাই নতুন মন্ত্রীদের মধ্যে প্রবাসীকল্যাণ এবং ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। নতুন মন্ত্রীদের শপথের পর ঈদের আগের দপ্তর বন্টন করা হতে পারে। ওইভাবেই প্রস্তুতি রয়েছে

সর্বশেষ আপডেটঃ ৪:২২ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০১৫