| রাত ১:১৬ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে……….

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ৭ জুলাই ২০১৫, মঙ্গলবার:

মামলা মোকদ্দমার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ছায়েদুল ইসলাম(২৫) নামের এক যুবক। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পলাশকান্দা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পলাশকান্দা গ্রামের কাজিম উদ্দিনের পুত্র ছায়েদুল ইসলামের সহিত প্রতিবেশী জসিম উদ্দিনের পুত্র গোলাম হোসেনের মামলা মোকদ্দমা চলে আসছে। প্রতিপক্ষ গোলাম হোসেনের গোয়ালঘরে গাঁজা রেখে পুলিশকে খবর দেয় ছায়েদুল। তারাকান্দা থানা এস আই ফরিদুল আলম ও এ এস আই জহিরুল হক সঙ্গীয় ফোর্সসহ তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ছায়েদুলকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ধৃত ছায়েদুলকে আদালতে প্রেরণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:২৯ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০১৫