| সকাল ১১:০৭ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

আজ শহিদ-মীরার বিয়ে

অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০১৫, মঙ্গলবার:

আজই বিয়ে। বিয়ে-পূর্ব নানা আনুষ্ঠানিকতাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। রোববার হয়েছে গায়ে হলুদ। গতকাল ছিল মেহেদি অনুষ্ঠান। বিয়েসহ সব অনুষ্ঠানই হচ্ছে দ্য ওবেরয় গুরগাঁওতে। বিয়ের পর ১২ই জুলাই বলিউডের জন্য মুম্বইতে রয়েছে গ্র্যান্ড রিসেপশন। দুই পরিবারই বিশেষ ধর্মাবলম্বী ও নিরামিষভোজী। তাই বিয়ের মেন্যুর পুরোটাই নিরামিষ। দ্য ওবেরয় গ্র্যান্ড গুরগাঁও সূত্রে জানা গেছে, গত ১৫ই জুন ওই হোটেলে নৈশভোজ সারতে এসেছিলেন শহিদ-মীরা। হাঙ্গেরিয়ান সালাদের প্রশংসাও করেছিলেন তারা। সেদিনই হোটেল পছন্দ হওয়ায় বিয়ের জন্য বুক করে নেন। ৫ থেকে ৭ই জুলাই হোটেলের সব রুমই বুক করা হয়েছে বিয়ের জন্য। রেস্টুরেন্টেও শহিদ-মীরার অতিথি ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ থাকবে। বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৫০০ অতিথিকে। এদিকে হানিমুনের ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে ইউরোপই প্রথম পছন্দ তাদের।

সর্বশেষ আপডেটঃ ১২:০৩ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০১৫