| রাত ৮:০৩ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জলাবদ্ধতা নিরসনে গোহাইলকান্দি খাল পরিষ্কার অভিযান

 

স্টাফ রিপোর্টার: ৬ জুলাই ২০১৫, সোমবার :
ময়মনসিংহ পৌরসভা ৪নং ওয়ার্ডের প্রাচীনতম গোহাইলকান্দি খাল দীর্ঘদিন পর শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শহরের আউট সাইডে পানির গতিধারা ফিরিয়ে আনতে পরিস্কার অভিযান চলছে। প্রতিশ্রুতিশীল মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নিদের্শে খালের পয়:নিস্কাশন ও পরিষ্কার অভিযান অব্যাহত রয়েছে। ৪নং ওয়ার্ডের তিনকোনা, জামতলা, শেষমোড়, সানকিপাড়া আংশিক, ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ৪নং ওয়ার্ডের সড়ক গুলোতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে জনদূর্ভোগ পোহাতে হয় এলাকার বাসিন্দাদের। সড়কে পানি হওয়ার মুল কারণ আউট সাইডের পানি খালে গিয়ে খাল দখল-বেদখল এবং খালটি ভরাট হওয়ার কারণে পানি প্রবাহিত হতে পারে না। যার কারণে জনদুর্ভোগে থাকতে হয় বাসিন্দাদের। শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে ও ৪নং ওয়ার্ডের ৩ বারের সফল নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান দুলাল দীর্ঘদিন পর খালের পরিষ্কার অভিযান শুরু করেছেন। জলাবদ্ধতা নিরসনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাউন্সিলর দুলাল।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৫ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০১৫