| বিকাল ৫:১৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ফের পুরস্কার নিলেন না মেসি

অনলাইন ডেস্ক,৬ জুলাই ২০১৫, সোমবার :

কোপা আমেরিকার শিরোপা জিততে না পেরে লিওনেল মেসি কতটা বিমর্ষ তা বুঝা গেল আরেকটি ঘটনা। টুর্নামেন্টের ফাইনালে তার দল স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হারে। তবে ৪৪ তম আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি। কিন্তু বিমর্ষ মেসি টুর্নামেন্ট সেরার পুরস্কার গ্রহণ করেন নি। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানের স্টেজে সব পুরস্কার সাজানো ছিল। কিন্তু এক সময় দেখা যায় স্টেজ থেকে টুর্নামেন্ট সেরা পুরস্কারের ট্রফি সরিয়ে ফেলছেন একজন কর্মকর্তা। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনার একটি পত্রিকা। এবং তারা জানিয়েছে, মেসি টুর্নামেন্ট সেরার পুরস্কার গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করায় তারা ওই টুফি সরিয়ে ফেলে। মেসি তাদেরকে পুরস্কার প্রদাণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই নাকি এটা জানান। কোপা আমেরিকার এবারের আসরে মেসির পুরস্কার প্রত্যাক্ষাণ করার প্রথম ঘটনা নয় এটি। এর আগে গ্রুপ পর্বে প্যারাগুয়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ২-২ গোলে ড্র করা ম্যাচেও ম্যাচসেরা খেলোয়াড় হন লিওনেল মেসি। ওই ম্যাচে আর্জান্টিনা ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে। লিওনেল মেসি পেনাল্টিতে একটি গোল করেন। কিন্তু ওই ম্যাচ শেষেও ম্যাচসেরা পুরস্কার গ্রহণ করেন নি মেসি। বার্সেলোনার এ স্ট্রাইকার দলের অন্য একজনকে পুরস্কার গ্রহণ করতে বলেন। মেসি কোপা আমেরিকার এবারের টুর্নামেন্টে দু’টি গোল করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে একটি পেনাল্টিতে ও ফাইনালে চিলির বিপক্ষে একটি টাইব্রেকারে। স্বাভাবিকভাবে একটি গোলও করতে পারেন নি তিনি।

সর্বশেষ আপডেটঃ ১২:৩০ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০১৫