| সন্ধ্যা ৭:২৭ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে চোরাই কাঠ ও সাইকেল উদ্ধার

শ্রীবরদী প্রতিনিধি ঃ ৫ জুলাই ২০১৫, রবিবার
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জামালপুরের অধিনস’ শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ হাবিলদার আব্দুল সবুরের নেতৃত্বে বিওপি সদস্যরা গত ৩ দিনে সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বনের চোরাই কাঠ ও ভারতীয় বাইসাইকেল উদ্ধার করেছে। হাবিলদার আব্দুল সবুর জানায়-চোরাচালান প্রতিরোধে বিজিবি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকার সিংহজানি এলাকা থেকে ৬০.৪২ ঘনফুট ও রাজা পাহাড় এলাকা থেকে ৫৫.৭৫ ঘনফুট বনের উডলট বাগান থেকে চুরি হওয়া কাঠ এবং ভাতীয় হারকিউলিস ব্যান্ডের সাইকেল সহ একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৫:০৩ অপরাহ্ণ | জুলাই ০৫, ২০১৫