| বিকাল ৪:৩৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভেজাল খাদ্যদ্রব্য বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে – অতি: পুলিশ সুপার মামুন

স্টাফ রিপোর্টার ঃ ৪ জুলাই ২০১৫, শনিবার:
ময়মনসিংহে ভেজাল বিরোধী প্রচারনা উদ্বোধন কালে অতি: পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন বলেছেন, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রেতাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। ক্রেতা -ভোক্তা সচেতন হই, অধিকার আদায়ে সোচ্চার হউন শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা শাখর উদ্যোগে ও দৈনিক আলোকিত ময়মনসিংহ ও ময়মনসিংহ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি: এর পরিচালক প্রদীপ ভৌমিক এর সৌজন্যে প্রচারনা উদ্বোধন কালে অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মাদ আল মামুন এ কথা বলেন। পালিকা শপিং সেন্টার প্রাঙ্গনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মো: আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি: এর পরিচালক প্রদীপ ভৌমিক, প্রবীন হিতৈশী সংঘের সহ-সভাপতি সুনিল পাল, ক্যাবের সাধারন সম্পাদক জিএম রহমান ফিলিপ, চেতনা সংসদের সভাপতি এডভেকেট শিব্বীর আহমদ লিটন, ময়মনসিংহ হোটেল রেসেত্মারা মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার শরীফ আহমেদ, ফেলো ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর সুমন চন্দ্র ঘোষ প্রমুখ । প্রচারনা কার্যক্রম দিনব্যাপী পরিচালিত হয়। দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ময়মনসিংহ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি: এর পরিচালক প্রদীপ ভৌমিক বলেন, সুস্থ্য জাতী হিসাবে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হলে অবশ্যই ভেজাল মুক্ত সমাজ গঠন করতে হবে। তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ভেজালযুক্ত খাবারের ক্ষতিকর প্রভাব আপনাদের সনত্মানদের মারাত্বক হুমকীর মুখে ফেলছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ আপডেটঃ ১১:১০ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫