| রাত ২:৫৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০দোকানে অর্ধলক্ষ টাকা জরিমানা

 

মুক্তাগাছা প্রতিনিধি :২ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:
ময়মনসিংহের মুক্তাগাছায় বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫টি ঔষধের দোকান এবং ভেজাল, মেয়াদোত্তীর্ণ মাল রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৫টি ভিন্ন দেকাণ মিলে মোট ১০টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে। শাসিত্ম ভোগকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে মহারাজা রোডের দেশ মেডিকেল হল ৫হাজার, জনতা ড্রাগ হাউজ ৫হাজার, পপুলার মেডিকেল ৫হাজার, মুক্তাগাছা ডা্রগ হাউজ ৫হাজার, দরিচারআনী বাজারের পীতেশ পালের জিলাপির দোকান ১হাজার, রিপন সাহা মনিহারী ৫ হাজার, মেসার্স বাবুল সাহা ৫হাজার, মা ট্রেডার্স ১০হাজার এবং মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার দোকানে ৩হাজার টাকা। এসময় তাদেরকে আগামী সাত দিনের মধ্যে প্রত্যেক দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোর নির্দেশ দেয়া হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আর্মড ব্যাটালিন পুলিশের একটি টিম আদালতের সাহায্যকারী হিসেবে সঙ্গে ছিল।

সর্বশেষ আপডেটঃ ৮:২৭ অপরাহ্ণ | জুলাই ০২, ২০১৫