| বিকাল ৩:১২ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ইটালী রাষ্টদুতের সাথে এফবিসিসিআই‘র সভাপতি মাতলুব ও পরিচালক শামীমের একান্ত বৈঠক

স্টাফ রিপোর্টার ॥১ জুলাই ২০১৫, বুধবার:
ইটালীর রাষ্টদুত এইচ ই মি: মারিও পালমার সাথে এফবিসিসিআই ভবনে আজ বুধবার এফবিসিসিআই‘র সভাপতি মাতলুব আহমেদ ও পরিচালক আলহাজ্ব মো: আমিনুল হক শামীমের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে দু‘দেশের ব্যবসা বানিজ্য ও শিল্প স্থাপনের ব্যাপারে মতবিনিময় হয়। ইটালীর রাষ্ট্রদুত দু‘দেশের ভিসার ব্যাপারে মাতলব আহমেদ‘র এক প্রশ্নের জবাবে বলেন, দুই দেশের ব্যবসায়ীদেরকে ইটালী সরকার সহজ পদ্বতিতে তিন বছরের জন্য মাল্টিপুল ভিসা প্রদান করবে। তিনি বাংলাদেশী নাগরিকদের কেউ দীর্ঘ মেয়াদী ভিসা প্রদানের অভিমত ব্যক্ত করেন। এফবিসিসিআই এর পরিচালক আমিনুল হক শামীম ময়মনসিংহ অঞ্চলে শিল্প স্থাপনের জন্য ইতালী সরকারকে রাষ্ট্রদুতের মাধ্যমে অনুরোধ জানান। এবিষয়ে রাষ্ট্রদুত এইচ ই মি: মারিও পালমা বলেন, তিনি ময়মনসিংহ অঞ্চলে ভারি শিল্প স্থাপনের জন্য ইটালী সরকার ও ব্যবসায়ীদের মাঝে প্রচেষ্টা চালাবেন। শুধু ভারি শিল্প নয় গার্মেন্টস সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ময়মনসিংহে স্থাপনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেষ্ঠা করবেন। মারিও পালমা আরো বলেন, শ্রমবান্ধব বাংলাদেশে যে কোন শিল্প স্থাপনাই লাভজনক। তিনি মাতলব আহমদ ও আমিনুল হক শামীমকে এব্যাপারে সাবক্ষনিক যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানান।

সর্বশেষ আপডেটঃ ১০:০২ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৫