| রাত ৪:১৪ - বুধবার - ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আটক- ১

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ১ জুলাই ২০১৫, বুধবার:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের রাধাপুর গ্রামের আব্দুল আউয়াল মিয়ার শিশু কন্যা- হিলচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী(১০) কে একই গ্রামের ছেতু মিয়া(৫০) ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ লম্পট ছেতু মিয়া(৫০)কে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে- ৯(৪)খ ধারায় মামলা দায়ের করেন স্কুল ছাত্রীর পিতা মোঃ আব্দুল আউয়াল মিয়া। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে স্কুল ছাত্রী পপি আক্তার(১০) হিলচিয়া বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে কুমার পাড়া জীবন মিয়ার বাড়ীর সামনে তাকে ঝাঁপটে ধরলে ডাক-চিৎকার করা মাত্রই জনতা ছেতু মিয়াকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। অভিযুক্ত ছেতু মিয়া  বুধবার জানান জমি সংক্রানত্ম পূর্ব বিরম্নধের জের ধরে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে এই নাটক তৈরী করা হয়েছে বলে উলেস্নখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১৮ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৫