| বিকাল ৩:২৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল বালিকা বিদ্যালয়ে প্রশংসাপত্র উত্তোলনে টাকা আদায়ের অভিযোগ

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১ জুলাই ২০১৫, বুধবার: 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সদ্য উর্ত্তীণ হওয়া এস.এস.সি পাশ করা ছাত্রীদের প্রশংসাপত্র প্রদানে প্রতিজনের কাছ থেকে বিনা রশিদে ১৫০/= টাকা আদায় করছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রী অভিভাবক চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মোঃ আব্দুল হক  নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগে জানান, গত ০১ জুলাই/১৫ তাঁর মেয়ে সুমাইয়া সিদ্দিকার প্রশংসাপত্র সংগ্রহ করতে বিদ্যালয়ে যায়। প্রশংসাপত্র নিতে হলে ১৫০/= টাকা দিতে হবে বলে জানান। টাকার বিনিময়ে রশিদ চাইলে তা দিতে অস্বীকার করে অতঃপর অনেক কথা কাটাকাটির পর বিনা রশিদে ১০০/= টাকা নিয়ে প্রশংসাপত্র সংগ্রহ করা হয়। তিনি আরো অভিযোগ করেন জে.এস.সি পরীক্ষায় মার্কশীট সংগ্রহের সময় বিনা রশিদে তাঁর কাছ থেকে ২০০/= টাকা রাখা হয়। লিখিত অভিযোগে তিনি আরো জানান, এমন বিনা রশিদে সবার কাছ থেকেই টাকা রাখা হচ্ছে। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল খালেক এর (০১৭৫৭৫৩৮৯৬৪) মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করে মোবাইলটি বন্ধ পাওয়া যায় । ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#

সর্বশেষ আপডেটঃ ৯:০৪ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৫