দার্জিলিংয়ে ভূমিধসে নিহত ২১
অনলাইন ডেস্ক, ১ জুলাই ২০১৫, বুধবার:
দার্জিলিং পাহাড়ে ভূমিধসে কমপক্ষে ২১জন মারা গেছেন। স্থানীয় জেলা প্রশাসনের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। অন্যান্য সূত্রে মৃতের সংখ্যা ২৭ বলা হচ্ছে। এখনও অনেকে নিখোঁজ থাকার মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পাহাড়ে আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। বিচ্ছিন্ন হয়ে গেছে সিকিমের সঙ্গে যোগাযোগ। কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণেই এ ভূমিধস হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জনপ্রিয় দুটি পর্যটন কেন্দ্র মিরিকে ১৬ জন আর কালিম্পকে ৫ জন মারা গেছেন। এছাড়া ভুমি ধসের খবর পাওয়া গেছে রম্ভি, কালিপোখরি, সুখিয়াপোখরি, গরুবাথান এলাকাগুলোতে। দার্জিলিংয়ে উদ্ধার ও ত্রাণের কাজে তলব করা হয়েছে সেনাবাহিনীগুলোকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন তিনি আজ দার্জিলিং রওয়া হচ্ছেন। সেখানে তিনি উদ্ধারকাজ তদারক করবেন।