| রাত ১০:১৭ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দীর্ঘ ৮ বছর পর বিজ্ঞাপনে নিসা

অনলাইন ডেস্ক, ১ জুলাই ২০১৫, বুধবার:

৮ বছরের দীর্ঘ বিরতির পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন ব্যস্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাবরিনা করিম নিসা। সম্প্রতি ‘বাংলাদেশ মেলামাইন’-এর এ বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি। ৮ বছর আগে সর্বশেষ ‘বাংলালিংক লেডিস ফার্স্ট’-এর বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন নিসা, যেটি ছিল বেশ দর্শকপ্রিয়। এরপর মনের মতো প্রস্তাব না পাওয়ায় আর বিজ্ঞাপন করা হয়নি নিসার। এ সময়ে নাচ ও অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। নিসার নতুন বিজ্ঞাপনটি কিছুদিনের মধ্যেই অনএয়ার শুরু হবে। এ বিষয়ে তিনি বলেন, ৮ বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। তাই স্বভাবতই অনেক ভাল লাগছে। কাজটিও অনেক মানসম্পন্ন ছিল। আশা করছি দর্শকদের ভাল লাগবে। এদিকে নিসা বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমিতে নাচের শিক্ষক হিসেবে কাজ করছেন। এছাড়াও কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তবে শিশু একাডেমিতে সময় বেশি দেয়ার ফলে এবার ঈদের নাটকের কাজ তেমন একটা করতে পারেননি। এর মধ্যে ‘আপনজন’ নামে একটি ঈদের নাটকে কাজ করেছেন তিনি। পাশাপাশি একটি নাটকে অতিথি হিসেবে দেখা যাবে তাকে। এদিকে আগামী মাসের ৭ তারিখ তিনি স্বামীসহ চলে যাচ্ছেন চট্টগ্রামে। ঈদ করে তারপর আবার ঢাকায় ফিরে কাজ শুরু করবেন তিনি।

সর্বশেষ আপডেটঃ ৪:০৬ অপরাহ্ণ | জুলাই ০১, ২০১৫