প্যারাগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক, ১ জুলাই ২০১৫, বুধবার:
প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আজ ভোরের দ্বিতীয় সেমিফাইনালে তারা ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে। এই দলটির কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল শক্তিশালী ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা কাছে তারা পাত্তাই পেল না।
দলের প্রাণভোমরা লিওনেল মেসি গোল করতে পারেন নি। কিন্তু তিনটি গোলে তার প্রত্যাক্ষ অবদান। এই নিয়ে ২০০৭ সালের পর ফের কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। সেবারের ফাইনালে তারা ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে যায়। তবে ১৯৯৩ সালের পর আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে ৪ জুন চিলির সান্তিয়াগোতে স্বাগতিকদের বিপক্ষে মাঠ নামবে তারা। স্বাগতিক চিলি প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হােিরয় প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে উঠেছে। এর আগে ১৯৫৫ সালে আর্জেন্টিনা ও চিলি ফাইনাল মুখোমুখি হয়। সেবার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার শিরোপার জিতলে টুর্নামেন্টের সবচেয়ে সফল ১৫ বার শিরোপা জেতা উরুগুয়েকে স্পর্শ করবে আর্জেন্টিনা। এদিন ম্যাচের ১৫ মিনিটে মার্কোস রোহোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাস্তরে। এই দু’টি গোলই আসে লিওনেল মেসির সাহায্যে। ৪৩ মিনিটে বারিওস প্যারাগুয়ের ব্যাবধান কমান। এতে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৪৭ ও ৫৩ মিনিটে দুটো গোল করে অ্যাঙ্গেল ডি মারিয়া। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ফেভারিট আর্জেন্টিনা। আর সার্জিও আগুয়েরো ও গঞ্জলো হিগুয়েইন যথাক্রমে ৮০ ও ৮৩ মিনিটে গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চত করেন।