| রাত ৪:০৭ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিনাকর্তনে ছাড়পত্র পেল ‘পদ্মপাতার জল’

অনলাইন ডেস্ক, ১ জুলাই ২০১৫, বুধবার:

নতুন পরিচালক তন্ময় তানসেন পরিচালিত প্রথম ছবি ‘পদ্মপাতার জল’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র লাভ করেছে। নতুন প্রযোজনা সংস্থা ট্রাইপড স্টুডিওর ব্যানারে নির্মিত পরিছন্ন প্রেমের ব্যয়বহুল এ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন ছবির অন্যতম শেখ প্রযোজক আসিফুর রহমান। ইতিমধ্যে ছবির প্রচার প্রচারণার কাজ নানাভাবে চালিয়ে যাচ্ছেন প্রযোজক-পরিচালকরা। ছবির নায়ক-নায়িকা ইমন ও মীম প্রচারণা কাজে প্রচুর সময় দিচ্ছেন। একটি ভাল ছবির জন্য তারা দর্শকদের কাছে ছুটে যাচ্ছেন বলে জানালেন। শেখ আসিফুর রহমান, রাজীব রায়হান ও রাজু আহমেদ প্রযোজিত ‘পদ্মপাতার জল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা সাহা মীম, তারিক আনাম খান, নিমা রহমান, অমিত হাসানসহ অনেকেই। ছবির কাহিনী লিখেছেন লতিফুল ইসলাম শিবলী, চিত্রগ্রহণে মাহফুজুর রহমান খান, কোরিওগ্রাফার মাসুম বাবুল ও কার্যনির্বাহী প্রযোজক গাজী মাহবুব।

সর্বশেষ আপডেটঃ ১১:৫৫ পূর্বাহ্ণ | জুলাই ০১, ২০১৫