| রাত ১১:০৩ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌসুমী বায়ু সক্রিয় : হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

 ঢাকা, ৩০ জুন, ২০১৫( বাসস) : বিহার এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বাংলাদেশের মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগররের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।
মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব,হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
গতকাল সকাল আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারীবর্ষণ হতে পারে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯০ ভাগ।

সর্বশেষ আপডেটঃ ১০:৪১ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৫