| রাত ৩:২৫ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কারিতাসের উদ্যোগে গনস্বাক্ষরতা অভিযান

এএইচএম মোতালেবঃ গনস্বাক্ষরতা অভিযান এর পরিকৌশলগত পরিকল্পনা বিষয়ক কর্মশালা ২৯জুন/২০১৫ কারিতাস ও গনস্বাক্ষরতা অভিযান উদ্যোগে কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ভিকার জেনারেল ময়মনসিংহ ধর্মপ্রদেশ ফাদার রবার্ট মানকিন, বক্তব্য রাখেন কারিতাস ইআইপিএলআর এর সমন্বয়কারী শশাংক রিচিল, অরন্য চিরান,এডভোকেট প্রবীর চক্রবর্তী, স্বাগত বক্তব্য রাখেন সিএএমপিই এর উপ-পরিচালক কেএম এনামুল হক প্রমুখ। কর্মশালায় বিগত বিশ বজরের গনস্বাক্ষরতা অভিযানের কার্যক্রম এর উপর প্রামান্যচিত্র প্রর্দশন করা হয়। এছাড়াও পরিকৌশল পরিকল্পনা, গনস্বাক্ষরতা অভিযান কার্যক্রম পর্যালোচনাসহ উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। স্বতস্ফুর্তভাবে বক্তাগন অংশগ্রহন মূলক সুপারিশমালা পেশ করে।

সর্বশেষ আপডেটঃ ১১:১৫ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৫