| রাত ১১:৩৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জয়নুল পার্কের ধসে পড়া শহর রক্ষা বাধ মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে

 তৃষ্ণা সাহা রিমি,২৮ জুন ২০১৫, রবিবার: ময়মনসিংহ শহরের পুরাতন ব্রহ্মপুএ নদের তীর সংলগ্ন জয়নুল পার্কের সারিন্দা রেস্টুরেন্টের সামনে ধসে পড়া শহর রক্ষা বাধের ১৫ মিটার বাধ জরুরী ভিত্তিতে পুনরায় মেরামত কাজ দ্রুত এগিয়ে চলছে।
সেখানে উপস্হিত ঠিকাদারদ্বয় আহসান মাহমুদ আজাদ ও আফতাব জাহান স্বপন জানান,ময়মনসিংহ পানি  উন্নয়ন বোডের সহায়তায় এলোমেলো ভাবে ছড়িয়ে থাকা ক্ষতিগ্রস্থ সিসি ব্লকগুলোর উত্তোলন করার কাজ শেষ হয়েছে।এখন ধসে পড়া অংশে বালু ফেলে তার উপর বালুর বস্তা দিয়ে ডাম্পিং করে সাময়িকভাবে (রিপেয়ার টেম্পোরারি)ভাঙ্গন রোধের কাজ চলছে।তারা আরও জানান,প্রতিদিন গড়ে  প্রায় ২০ জন শ্রমিক ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত কাজ করে যাচ্ছে।এভাবে কাজ চললে আগামি এক সপ্তাহের মাঝে কাজ শেষ করা যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।এছাড়া বাধ ভাঙ্গার কারন হিসেবে তারা অতি ভারী বষণ,ড্রেনেজ ব্যবস্হা ও পানির লিগেজকে দায়ী করেন।

এদিকে গত বৃহস্পতিবার পৌর এলাকার মেয়র ইকরামুল হক টিটু বাধের চলমান কাযক্রম দেখতে আসেন এবং দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দেন।

উল্লেখ্য গত ১৩ জুন ভারী বষণের কারনে ১০ বছর আগের নিমিত বাধের উক্ত অংশটি ভেঙ্গে যায়।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৫ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫