হালুয়াঘাট পোনামাছ অবমুক্ত করন
আনছারুল হক রাসেল ঃ বাংলাদেশ নদীমাতৃক দেশ, একসময় খাল বিল, নদী নালায় প্রচুর মাছ পাওয়া যেত, কিন’ সেই মাছ সময়ের বিবর্তনে আজ প্রায় বিলুপ্তির পথে। একসময় দেশের মানুষ গর্ব করে বলত মাছে ভাতে বাঙ্গালী। বিলুপ্ত প্রায় সেই গর্বকে ধরে রাখার লক্ষে বর্ষা মৌসুমে, নদী, খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পরিমান বৃদ্ধির লক্ষে “ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ জাকিউর রহমান গতকাল ২৭ জুন সকাল ১০ ঘটিকার সময় উপজেলার গাঙ্গিনারপাড় জলাশয়ে ও নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০,০০ পোনামাছ অবমুক্ত করেন। এসময় উপসি’ত ছিলেন হালুয়াঘাট উপজেলা মৎস্য অফিসার শহীদুল ইসলাম, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, অধ্যাপক মাহ্বুবুর রহমান সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য। এ ধরণের মহতী উদ্যোগ নেওয়ার জন্য উপসি’ত এলাকার সর্বস-রের লোকজন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং ওসি জাকিউর রহমানকে ধন্যবাদ জানান।