| রাত ১:৪৪ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নান্দাইলে খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা্‌

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বনুরা-মহাদেবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মুনির উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (৬৫) খুন হয়েছেন।
জানা গেছে, গত সোমবার দুপুর আনুমানিক ১২ টায় জমিতে ছাগল দেয়াকে কেন্দ্র করে বিরোধে প্রতিবেশী গাংগাইল ই্‌উপির ৬নং ওয়ার্ডে সদস্য ইসমাইল হোসেনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাব উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে সে মারাত্মক আহত হয়।
আহত অবস্থায় প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই দিনই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ইউপিঃ সদস্য ইসমাইল হোসেনকে প্রধান আসামী করে ১১ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরম্নদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা নং-২৫(৬)/১৫ তারিখ- ২৪/০৬/১৫ একটি হত্যা মামলা হয়েছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুলস্নাহ নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুস ছাত্তার জানান আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। #

সর্বশেষ আপডেটঃ ৯:০১ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৫