| সকাল ১১:২৯ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়ায়

অনলাইন ডেস্ক, ২৪ জুন ২০১৫, বুধবার,

চলতি বছরে বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের করা প্রায় সাড়ে ১৪ লাখ নিবন্ধিত কর্মীর মধ্যে থেকে বেসরকারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এ কর্মী সরবরাহ করবে বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী দাতো ড. আহমাদ জাহিদ হামিদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৈঠক করেন। এর আগে ২০১২ সালে ২৬শে নভেম্বর জি টু জি পদ্ধতিতে কর্মী প্রেরণের জন্য উভয় দেশ চুক্তি স্বাক্ষর করে। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির কারণে শুরু থেকেই রিক্রটিং এজেন্সি এবং বিভিন্ন সংস্থা এ পদ্ধতির বিরোধীতা করে আসছিল। সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে অবৈধ অভিবাসনের কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হওয়ায় দেশটির আমন্ত্রণে কর্মী প্রেরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার ৫ দিনের সফরে মালয়েশিয়া যান।

সর্বশেষ আপডেটঃ ১০:১৬ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫