| সন্ধ্যা ৭:৩৮ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে ভ্রাম্যমান আদালত সিলুমখালির খাল উদ্ধার করল

 

বাজিতপুর সংবাদদাতা,২৪ জুন ২০১৫, বুধবার:
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের চন্দ্রগ্রাম ১নং খাস খতিয়ানের ১০ থেকে ১২ শতাংশ সিলুমখালির খাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মুহাম্মদ গোলাম মোসত্মফা, অফিসের বিভিন্ন কর্মচারী, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোসত্মফা কামালসহ এলাকাবাসী এ খাল উদ্ধার অভিযানে পরিচালনায় ছিলেন। উদ্ধারকৃত সিলুমখালির খালগুলো গত ৪০/৫০ বছর ধরে মো. খসরম্ন মিয়া (হুমায়ূন) ও মো. কামাল উদ্দিন ১নং খতিয়ানের ২৩৫০নং দাগে ১০/১২ শতাংশ জায়গা অবৈধ ভাবে দখল নিয়েছিলেন। এলাকাবাসী জানায়, বাজিতপুর পৌরসভার সিলুমখালির খালের মত আরো অনেক জায়গা একটি প্রভাবশালী মহল সরকারী জায়গা দখল করে আছে। এসব কারণে পৌর সভার আশেপাশের মহলস্নাগুলোতে প্রভাবশালীদের দখলের কারণে পানি আটকে গিয়ে জনগণের চলাচলের বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৬ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫