| সকাল ১০:১৩ - বুধবার - ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

নিকলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিকলী  প্রতিনিধি,২৪ জুন ২০১৫, বুধবার: হাওর পর্যটন খ্যাত কিশোরগঞ্জের নিকলীতে রাস-ার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে উপজেলা সদরের রোদারপুড্ডা ব্রীজ হতে হাসপাতাল চৌরাস্তা পর্যন- এ অভিযানে প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দির্ঘদিন যাবৎ একটি মহল নিকলী- কিশোরগঞ্জ মহাসড়কের রোদারপুড্ডা ব্রীজ হতে নিকলী পর্যন্ত রাস্তার উপর অবৈধ স্থাপনা গড়ে তোলে ব্যবসা করে আসছে। এসব স্থাপনার জন্য প্রায়শই যান চলাচলে দূর্ঘটনা ঘটছে। এছাড়াও হাওর পর্যটন খ্যাত নিকলীতে বর্ষার সময়ে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকায় এসব অবৈধ স্থাপনা নানাবিধ সমস্যার সৃষ্টি করে থাকে। উপজেলা প্রশাসন থেকে এসব স্থাপনা নিষেধ সত্বেও এক শ্রেণির প্রভাবশালী লোক এসব স্থাপনা গড়ে তোলায় এ অভিযান অব্যহতভাবে চলবে বলে বিশ্বস’ একটি মহল এ প্রতিনিধিকে জানায়।

সর্বশেষ আপডেটঃ ৮:২৮ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫