| বিকাল ৫:৪১ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৃষ্টির শঙ্কাতে শেষ ওয়ানডেও

অনলাইন ডেস্ক,২৪ জুন ২০১৫, বুধবার:

তিন ম্যাচের ওয়ানডের প্রথম দু’টিতে জিতে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ম্যাচে আজ বুধবার মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু প্রথম দুই ওয়ানডের মত তৃতীয় ওয়ানডেতেও বৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে এক ঘণ্টা ও দ্বিতীয় ওয়ানডে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টি বাগড়া দেয়ায় দ্বিতীয় ওয়ানডে ৪৭ ওভারে নামিয়ে আনা হয়। আজকের তৃতীয় ওয়ানডের দিন সকাল থেকে আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া পুরোপুরি সূর্যালোক পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে আজ বুধবার হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। তবে ওয়ানডেতে রিজার্ভ ডে রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:১৬ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫