| রাত ৯:৪৩ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হালুয়াঘাটে জমি সংক্রান্ত ঘটনায় গারো পরিবারের উপর হামলা,মামলা

আনছারুল হক রাসেল ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত ঘটনায় গারো আদিবাসী পরিবারের উপর হামলা ও বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা। অভিযোগ সূত্রে জানা যায় গত ২২ জুন আচকিপাড়া গ্রামে শাহ্‌জালাল ও শাহ্‌আলমের নেতৃত্বে সকাল ৭ টায় ১৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বে আইনীভাবে সুফলা ম্রং এর পরিবারের উপর হামলা করে। এসময় সুফলা ম্রং এর স্বামী নিরেন চিরান ও তার ছেলে নিভিশন কে এলোপাথারী মারপিট করে। এ ঘটনায় হালুয়াঘাট স্বাস’্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় অভিযুক্ত শাহ্‌ আলম প্রকাশ্যে হুমকি দিয়ে বলে যে, বাড়িঘরে আগুন দিয়ে জালাইয়া পোড়াইয়া বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ঘটনার পরক্ষনেই নিরেন চিরানের ছনের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সুফলা ম্রং বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এমন ঘটনায় হালুয়াঘাট মানবাধিকার সংস’া আমাদের আইনের পক্ষ থেকে তীর্ব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৯ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৫