মিথ্যা চুরির অপবাদ সইতে না পেরে তারাকান্দায় যুবকের আত্মহত্যা

তারাকান্দা প্রতিনিধি: মিথ্যা গরু চুরির অপবাদ সইতে না পেরে নিরিহ এক যুবক আত্মহত্যা করেছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঘিটুয়ারী গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এলাবাসী জানায়, গত বুধবার রাতে ঘিটুয়ারী গ্রামের এনামূল হক এর গোয়াল ঘর থেকে গরু চুরি হয়। উক্ত চুরির সাথে জড়িত সন্দেহে তাকে চাপ প্রয়োগ করে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ সইতে না পেরে বাড়ীর পাশে জঙ্গলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সে ঘিটুয়ারী গ্রামের আহির উদ্দিনের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।