| দুপুর ১২:০৯ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক ছুরিকাঘাতে নিহত

অনলাইন ডেস্ক,২৩ জুন ২০১৫, মঙ্গলবার:

মালয়েশিয়ায় বাংলাদেশী এক শ্রমিককে তার কর্মস্থলে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওই বাংলাদেশীর নাম শামিম শাহ (৩৫)। ঘটনাটি ঘটে পেনাং প্রদেশের সুঙ্গাই জাওয়ি শহরে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার স্টার অনলাইন। একটি আসবাব কারখানায় কাজ করতো শামিম শাহ। কারখানা খোলার অপেক্ষায় ফটকের সামনে অপেক্ষা করছিল সে। এমন সময় দু ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। কারখানার ভেতর থেকে শামিমের চিতকার শুনতে পেয়ে তার এক সহকর্মী বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সুঙ্গাই বাকাপ হাসপাতালে নিয়ে যায় তার এক সহকর্মী। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। সাউথ সেবেরাং প্রাই জেলা পুলিশ প্রধান ওয়্যান হাসান ওয়্যান আহমেদ বলেন, দ-বিধির ৩০২ ধারা মোতাবেক হত্যার অভিযোগে এর তদন্ত হবে। তবে কারা এবং কি কারণে এ হামলা চালিয়েছে তা সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

সর্বশেষ আপডেটঃ ১:১০ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৫