| সকাল ৬:০৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় হত্যা মামলায় সকল আসামীই খালাস

নেত্রকোনা প্রতিনিধি : ২২ জুন ২০১৫, সোমবার: 

নেত্রকোনার পূর্বধলার সরিশতলার সিরাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ১২ জন আসামীর মধ্যে সকল আসামীকেই খালাস প্রদান করা হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ রোববার দুপুরে এই রায় দেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- আলী আহম্মদ, স্বপন, সুমন, মাসুদ, ফিরোজ, জসিম, ছানু, খোকন, ছোট্ট, আবু, কসম উদ্দিন, হারুন ও সাহেব আলী।
আদালত সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলার সরিশতলা গ্রামের সাহেদ আলীর ছেলে সিরাজুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার আলী আহমদ গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর সরিশতলা ইউপি রাস্তায় সিরাজুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহত সিরাজুল ইসলামের বাবা সাহেদ আলী বাদী হয়ে পূর্বধলা থানায় ১২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন- শেষে ২০০৯ সালের ২৩ নভেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ বিচারক মো. আবদুল হামিদ সকল আসামীকে মামলার দায় থেকে খালাস প্রদান করেন।

 

সর্বশেষ আপডেটঃ ৯:৪৮ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫