| সন্ধ্যা ৭:০১ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে রোজার প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে আগুন

 

বাজিতপুর সংবাদদাতাঃ ১৯ জুন ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা বাজার সহ ১১ ইউনিয়নের ১৫-২০টি বাজারে রোজা আসার সাথে সাথে নিত্যপণ্যের দাম আগের চেয়ে ২-৩ গুণ বেড়ে গেছে। এর মধ্যে, গোলআলু পূর্বে ছিল ১৮ টাকা কেজি বর্তমানে ৩০ টাকা, কাচামরিচ প্রতি কেজি ১২০-১২৫ টাকা, টমেটো ৫৫-৬০ টাকা, করলা ৪০-৪৫ টাকা, বেগুন ৫৫-৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৩০-৪০ টাকা, পুইঁশাক প্রতি কেজি ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। এদিকে রোজা আসার সাথে সাথে ইফতারের বাজারে সাধারণ গ্রাহকরা ক্রয় ক্ষমতার বাহিরে। কিন্ত প্রতি কেজি আলুরচপ ২০০-৩০০ টাকা, খেঁজুর প্রতি কেজি ১২০-১৫০ টাকা, আম প্রতি কেজি যেখানে ৫০-৬০ টাকায় বিক্রি করত সেই আম বর্তমানে ৮০-৯০ টাকায় প্রতি কেজি দরে বিক্রি করছে। অন্যদিকে, প্রতি হালি চম্পা কলার দাম ২০-২৫ টাকা, সবরি কলা প্রতি হালি ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাহকদের সাথে আজ শুক্রবার বিকালে বিভিন্ন বাজারে গিয়ে আলাপ করলে জানান, সকল জিনিসের দাম রোজার সঙ্গে সঙ্গে পাল্লাদিয়ে গড়ে ৩০-৪০ টাকা বেড়েছে। যা সাধারণ ক্ষুুদ্র আয়ের মানুষদের এসব জিনিস কিনে খাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১:১৬ অপরাহ্ণ | জুন ১৯, ২০১৫