| রাত ২:২১ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাকৃবির দুই শিক্ষার্থীকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশ

গভীর রাতে একই রুমে অবস্থানকালে ধরা পড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষার্থীকে কারণ দর্শনো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার তাদের দু’জনকে কারণ দর্শনো নোটিশ দেওয়া হয় এবং তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলেছেবিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একোয়া কালচার বিভাগের মাস্টার্সের এক ছাত্র ও প্যারাসাইটোলজি বিভাগের মাস্টার্সের ছাত্রীকে বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডরমেটরির একই রুমে অবস্থানকালে আটক করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, সন্দেহভাজন অবস্থায় শিক্ষার্থীদের আটক করে কর্তব্যরত নিরাপত্তাকর্মী। তাদের কাছ থেকে লিখিত নিয়ে ৩ কার্যদিবসের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এর জবাব দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৭ পূর্বাহ্ণ | জুন ১৯, ২০১৫