| দুপুর ১:৫৭ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে গাঁজা বিক্রির দায়ে ২ জনের কারাদন্ড

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ ১৭ জুন ২০১৫, বুধবার, 

শেরপুরের শ্রীবরদীতে মরণ নেশা গাঁজা বিক্রির অপরাধে আজ  বুধবার ২ মাদক ব্যবসায়ীকে ১ বৎসরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়-মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে মাদক বিভাগ আজ বুধবার সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬শ গ্রাম গাঁজা সহ মাসুদুর রহমান মাসুদ (৩৫) ও কুড়িকাহনিয়া গ্রামের বাবুল মিয়া (৪৫) কে আধা কেজি গাঁজা সহ নিজ বসতবাড়ী থেকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবা শারমিনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত গাঁজা বিক্রির অপরাধে ২ জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন। অপরদিকে মাদক বিভাগের চৌকস ইন্সপেক্টর তারেক মাহমুদের নেতৃত্বে মাদক বিভাগের একটি দল শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত গুলশান আরা লাকি (৩২) খামারিয়াপাড়া মহল্লার জাহাঙ্গীর আলম জীবনের স্ত্রী। শেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ বলেন-হেরোইন সহ আটক গুলশান আরা লাকি ও তার স্বামী জাহাঙ্গীর আলম জীবনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গাঁজা বিক্রির দায়ে ১ বছরের কারাদন্ড প্রাপ্ত ২ জনকে শেরপুর জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৭ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫