| সকাল ১০:৩৬ - রবিবার - ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রোনালদোকে ছাড়াই ইতালিকে হারিয়ে পর্তুগালের জয়

অনলাইন ডেস্ক,| ১৭ জুন ২০১৫, বুধবার:

ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ৩৯ বছর পর ইতালিকে প্রথমবারের মত হারালো পর্তুগাল। ইতালির বিপক্ষে পর্তুগালের রেকর্ড খুবই ম্যাড়মেড়ে। সর্বশেষ ২৪ ম্যাচে মাত্র এক জয় তাদের। ইতালির বিপক্ষে পর্তুগালের শেষ জয় ছিল ১৯৭৬ সালে। এরপর ১১ ম্যাচ খেলে মাত্র এক ড্র ও ১০ হার ছিল তাদের। কিন্তু মঙ্গলবার প্রীতি ম্যাচে ৩৯ বছরের গেরো কাটালো তারা। ইতালিকে পর্তুগাল হারিয়েছে ১-০ গোলে। সুইজারল্যান্ডের জেনেভার ম্যাচটিতে ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের আবেদনের প্রেক্ষিতে তাকে দেশের এ ম্যাচ ছেড়ে ক্লাবে যেতে হয়েছে। ইউরোপিয়ার চ্যাম্পিয়নশীপ-২০১৬-এর বাছাই পর্বে সর্বশেষ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। এর আগে ক্লাবের হয়ে সর্বশেষ দুই ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। ইতালির মত শক্তিশালী দলের বিপক্ষে রোনালদো ছিলেন না বলে দুশ্চিন্তায় ছিল পর্তুগাল। কিন্তু ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক গোল করেন পর্তুগালকে এগিয়ে দেন এডার। ২৭ বছর বয়সী এ স্ট্রাইকারের দেশের হয়ে এটি প্রথম গোল। অন্যদিকে ইতালির কোচের দায়িত্ব নিয়ে প্রথম হার দেখলেন অ্যান্তনিও কন্তে। গত বছর ব্রাজিল বিশ্বকাপে বাজে পারফর্মের পর সিজার প্রানদেলিতে হটিয়ে কোচের দায়িত্ব দেয়া হয় সাবেক জুভেন্টাসের কোচ কন্তেকে। তার অধিনে ইতালি ৯ ম্যাচ হারেনি। এরমধ্যে জয় ছিল ৫ ম্যাচে। কিন্তু তার এই কৃতিত্বে এবার দাগ এঁকে দিল পর্তুগাল।

সর্বশেষ আপডেটঃ ৫:১৭ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫