| দুপুর ১:১৪ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আগুয়েরোর গোলে আর্জেন্টিনার জয়

অনলাইন ডেস্ক,| ১৭ জুন ২০১৫, বুধবার:

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। এতে ২০১১ সালে কোপা আমেরিকায় হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনালের পথও মসৃণ হয়েছে তাদের। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। আর প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারানো বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে আছে তৃতীয় স্থানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জ্যামাইকা টেবিলের তলানিতে। আরা উরুগুয়ে ও প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে। এদিন লিওনেল মেসির আর্জেন্টিনার জয় পেতে ঘাম ছুটে গেছে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও বেশ খানকিটা সময় মেসিদের রুখে দেয় উরুগুয়ের ডিফেন্ডাররা। কিন্তু ৫৬ মিনিটে পাবলো জাবালেতার পাস মাথায় লাগিয়ে আর্জেন্টিনার আননদ্রে উপলক্ষ এনে দেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত আর্জেন্টিনার জয় এনে দেয়।

সর্বশেষ আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫