| রাত ১১:৫৫ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতে নেসলে শ্রমিকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক,| ১৭ জুন ২০১৫, বুধবার:

ভারতের বাজারে নুডলসে ক্ষতিকর মাত্রায় সীসার উপস্থিতির প্রমাণ পাওয়ায় দেশটিতে ম্যাগি নুডুলস উৎপাদন ও বিপনন নিষিদ্ধ করে দেশটির উচ্চ আদালত। এর ফলে চাকরি হারানোয় উত্তরাখণ্ডের রুদ্রাপুর কারখানার এক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, গত দুই বছর ধরে রুদ্রাপুরের ওই কারখানায় চুক্তিভিত্তিক কাজ করতেন ৩২ বছয় বয়সী লালতা প্রসাদ।

ইউএসনগর জেলা পুলিশের জ্যেষ্ঠ নিয়ন্ত্রক জানান, তার স্ত্রী অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খুললে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লালতার মরদেহ দেখতে পাওয়া যায়।

সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ওই কারখানায় প্রসাদের মতো প্রায় এগারোশ’ কর্মী কাজ করতেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রসাদকে সবসমবয় বিমর্ষ দেখা যেতো।

তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

গত ৩ জুন রাজ্যটিতে ম্যাগি নুডুলসের উৎপাদন, বিপনন, মুজদ ও বিক্রি নিষিদ্ধ করে হাইকোর্ট।

সর্বশেষ আপডেটঃ ১:১৫ অপরাহ্ণ | জুন ১৭, ২০১৫