| সন্ধ্যা ৭:৩৬ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

উন্মুক্ত হল স্কাইপের ওয়েব সংস্করণ

জনপ্রিয় ভয়েস চ্যাট সফটওয়্যার স্কাইপের ডেস্কটপ অ্যাপের পাশাপাশি ব্রাউজার থেকে ব্যবহারের জন্য বেশ কিছুদিন আগে চালু করা হয়েছিল ওয়েব সংস্করণ। প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্র এবং পরে যুক্তরাজ্যের জন্য চালু করা হলেও এবার সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ভবিষ্যতে এতে যুক্ত করা হবে WebRTC, ফলে ব্রাউজারে কোন ধরণের প্লাগিন ইন্সটল করা ছাড়াই ব্যবহার করা যাবে অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েবক্যাম এবং মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিলেই চলবে স্কাইপ ওয়েব।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৩ পূর্বাহ্ণ | জুন ১৭, ২০১৫