নান্দাইল চৌরাস্তায় নিহতের ঘটনায় ১১ জনকে আসামী করে থানায় মামলা

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ১৬ জুন ২০১৫, মঙ্গলবার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাসত্মা এলাকায় শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় অরণ্যপাশা ও বারম্নইগ্রাম এলাকাবাসীর মাঝে সংঘর্ষে মারাত্মক আহত বারুই গ্রামের আজিম উদ্দিন (৩২) শনিবার ১৩ জুন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহতের ঘটনায় সোমবার ১৫ জুন নান্দাইল থানায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে অরণ্যপাশা গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র সোনা মিয়াকে প্রধান আসামী করে ১১ জনের বিরম্নদ্ধে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা রম্নজু করে । মামলা নং- ১৮(৬)/১৫ তারিখ-১৫.০৬.১৫। উলেস্নখ্য একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসীর মাঝে শুক্রবার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুলস্নাহ বিষয়টি নিশ্চিত করেছেন।