| দুপুর ১:১২ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইয়েমেনভিত্তিক আল-কায়েদার প্রধান নিহত

অনলাইন ডেস্ক, ১৬ জুন ২০১৫, মঙ্গলবার:

ইয়েমেনভিত্তিক আল-কায়েদার প্রধান শেখ আবু বাসির নাসের আল-বুহাইসি মার্কিন এক বিমান অভিযানে নিহত হয়েছেন। কখন এবং কিভাবে তিনি বিমান হামলায় নিহত হন, সে ব্যাপারে প্রাথমিকভাবে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইয়েমেনভিত্তিক আল-কায়েদার এক ভিডিও-বিবৃতিতে তার নিহতের সংবাদ নিশ্চিত করা হয়েছে এবং নতুন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। অনলাইনে পোস্ট করা ভিডিও-বিবৃতিতে খালেদ ওমর বাতেরফি জানিয়েছেন, জঙ্গি সংগঠনটির নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক সেনাপ্রধান ক্বাসিম আল-রায়মিকে। ওই ভিডিওবার্তায় বাতেরফি বলেন, আফগানিস্তানে প্রয়াত শেখ আবু বাসির বেশ পরিচিত ছিলেন এবং আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের বেশ ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি লাদেনের গুপ্ত হিসাবরক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আরও বলেন, এর আগে জেল খেটেছিলেন নিহত সাবেক প্রধান শেখ আবু বাসির এবং একটি হত্যা প্রচেষ্টায় বেঁচে গিয়েছিলেন। জন্মসূত্রে ইয়েমেনের আবীন প্রদেশের নাগরিক ছিলেন তিনি। ধারণামতে, তার বয়স ৩৭ বছর। ২০১০ সালে মার্কিন নিরাপত্তা পরিষদ তাকে আল-কায়েদার অন্যতম ‘বিপজ্জনক সদস্য’ হিসেবে ঘোষণা করে। ১৯৯০ সালে আফগানিস্তানে প্রথম প্রশিক্ষণ নেয়া শুরু করেছিলেন বাসির। সে সময়ই লাদেনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। তার ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন এবং লাদেনের আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখাশোনা করতে শুরু করেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং ইরানে ৩ বছর কারাদ- ভোগ করেন শেখ আবু বাসির।

সর্বশেষ আপডেটঃ ৪:১২ অপরাহ্ণ | জুন ১৬, ২০১৫