| ভোর ৫:৪৮ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল, ফুলপুর ফুলবাড়ীয়া ও গফরগাঁও উপজেলা পরিষদ নারী সদস্য পদে নির্বাচনে যারা নির্বাচিত

লোক লোকান্তর ডেস্ক, | ১৫ জুন ২০১৫, সোমবার, 
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :জানান সোমবার ফুলপুর উপজেলা পরিষদ সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে  নির্বাচনে বিজয়ীরা হলেন ফুলপুর পৌরসভা, ফুলপুর ও সিংহেশ্বর ইউনিয়ন নিয়ে ১নং আসনে শিরিনা খাতুন, ছনধরা, রামভদ্রপুর ও ভাইটকান্দি ইউনিয়ন নিয়ে ২নং আসনে রোকেয়া পারভীন লাকী, পয়ারী, রহিমগঞ্জ, রূপসী ইউনিয়ন নিয়ে ৩নং আসনে রোমেছা আক্তার নির্বাচিত হন। এছাড়া বওলা, বালিয়া ও রূপসী ইউনিয়ন নিয়ে ৪ নং আসনে রাশিদা খাতুন বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন।

গফরগাঁও প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে  সোমবার সকালে উপজেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচন  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  নির্বাচনে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৮জন সংরক্ষিত নারী সদস্য সরাসরি ভোট প্রদান করে উপজেলা পরিষদের ৫জন নারী সদস্য নির্বাচন করেন। নির্বাচিতরা হলেন, ফাহমিদা খাতুন, নূর জাহান সিরাজী ববি, মোছাম্মদ আছিয়া খাতুন, নাসিমা আক্তার, শাহনাজ পারভীন।

নান্দাইল ভ্রাম্যমান প্রতিনিধি জানান,  ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আজ  সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ সভা কড়্গে অনুষ্ঠিত হয়। মোট ৪ টি সংরক্ষিত আসনের নির্বাচন হওয়ার কথা থাকলেও ২ ও ৩ নং নির্বাচনী এলাকায় বিনা প্রতিন্ধন্ধিতায় ২নং আসনে সুফিয়া বেগম ও ৩নং আসনে আকলিমা খাতুন নির্বাচিত হয়েছেন। ১৫ জুন সরাসরি নির্বাচনে ১নং আসনে রোকসানা খানম (হরিন) ১৬ ভোট ও ৪নং আসনে হোসনা আক্তার (মোরগ) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহযোগিতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম।#

300ফুলবাড়ীয়া থেকে  আ. জব্বার, জানান ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সানিয়াজ্জামান তালুকদার জানান, ফলাফলে ১নং সংরক্ষিত আসনে ফিরোজা খাতুন (২৩ ভোট), ২নং মোছা. সুলতানা রাজিয়া (২৪ ভোট), ৩নং মোছা. জোসনারা খাতুন (১৭ ভোট), ৪নং মোছা. নূরজাহান (২৬ ভোট), ৫নং আয়েশা সিদ্দিকা (১৩ ভোট)। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪২ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৫টি আসনের বিপরীতে ১৬জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। নির্বাচনে  প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আব্দুল মান্নান।

সর্বশেষ আপডেটঃ ৭:২০ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫