| সকাল ৬:৫২ - মঙ্গলবার - ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুর, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদে যারা নির্বাচিত

লোক লোকান্তর অনলাইন ডেস্ক ঃ ১৫ জুন ২০১৫, সোমবার:

কিশোরগঞ্জ জেলার  বিভিন্ন উপজেলার আমাদের প্রতিনিধিরা জানান, উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদে নিবার্চন সম্পন্ন হয়েছে।
বাজিতপুর সংবাদদাতা জানান,  কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা হল মিলনায়তনে আজ  সোমবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত  সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সংরক্ষিত মহিলা সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন ডাঃ মোঃ সাইফুল আলম।  মোট ভোটার সংখ্যা ২১টি। এর মধ্যে ১ নং ওয়ার্ডে মোছাঃ রহিমা বেগম ১৬টি ভোট পেয়েছেন এবং ২ নং ওয়ার্ডে মোছাঃ শিল্পী পারভীন ১৬টি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এ দিকে কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান  জানান, আজ  সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে উলেস্নখ করে। অন্য দিকে বাজিতপুর উপজেলার সরারচর, পিরিজপুর, হালিমপুর ১ আসনে সংরক্ষিত মহিলা পদে মোছাঃ দুলনা বেগম ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি  জানান,  হোসেনপুর উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনে সোমবার শানিত্মপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১নং আসনে পারভীন আক্তার (মোরগ) ও ২নং আসনে আনোয়ারা (মোরগ) প্রতিকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | জুন ১৫, ২০১৫