| বিকাল ৪:৪৫ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুত্ব হয় না’

অনলাইন ডেস্ক,১৪ জুন ২০১৫, রবিবার,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব হয় না। সে বন্ধুত্ব আমরা চাই না। সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ককে বলে বন্ধুত্ব। অন্যথায় সেটা হয়ে যায় দাসত্ব। রোববার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ময়মনসিংহ জেলার বিএনপিপন্থি আইনজীবীদের একটি প্রতিনিধি  দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, দেশে আজ কর্মসংস্থান নেই। গুম-খুন ও আওয়ামী লীগের নির্যাতনের ভয়ে মানুষ দেশ ছেড়ে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে বিদেশ পাড়ি দিচ্ছে। সত্যিই দেশের অবস্থা খারাপ। এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অবস্থা খারাপ আরও খারাপ হবে। ২০ দলীয় জোটের শীর্ষনেতা বলেন, পত্রিকার পাতা খুললেই দেখা যায়, দেশে নারীদের ওপর কি ধরনের  নির্যাতন হচ্ছে। আগে কখনও বাসে নারীদের ওপর নির্যাতন হয়নি। এখন বাসে গণধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। টিএসসিতে নারীদের ওপর নির্যাতনের ঘটনার বিচার হয়নি। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। গত তিনটি সিটি করপোরেশন নির্বাচনই এর প্রমাণ। মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন, এড. আহমেদ আজম খানসহ ময়মনসিংহ জেলা আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আজ বিকেল ৪টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের একটি প্রতিনিধি দল।

এই বিভাগের সর্বাধিক পঠিত

সর্বশেষ আপডেটঃ ১০:৪৮ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫