| সন্ধ্যা ৭:১৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

জঙ্গিবাদ নির্মূল করতে সকলের সহযোগিতা চাইলেন- ময়মনসিংহের পুলিশ সুপার

 

ফুলবাড়ীয়া ব্যুরো : ১৪ জুন ২০১৫, রবিবার, 

ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বলেন, কোন দুর্নাম যেন আমাদের স্পর্শ করতে না পারে। ময়মনসিংহের জন্য দেশে জুয়া আইন তৈরী হয়েছে এ কথা যেন কেউ বলতে না পারে, আমরা উচ্চ আদালত থেকে রায় আনতে পেরেছি। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, মাদক ও জুয়ার সংগে কোন আপোষ নয়। পুলিশের কোন সহযোগিতা আছে এমন প্রমাণ পেলে তার বিরম্নদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। মাদক আমাদের নিয়ন্ত্রণে নেই- এরপরও মাদকের আগ্রাসন থেকে আপনার সনত্মান, ভাই বন্ধুকে রক্ষা করতে প্রথমে আপনাকেই এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। নারী নির্যাতন বন্ধসহ ফুলবাড়ীয়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিসি’তি আরও উন্নয়ন করতে কমিউনিটি পুলিশিং কে আরও জোরালো ভুমিকা রাখতে হবে। তিনি ফুলবাড়ীয়ার যানজট নিরসনে হিজড়া সম্প্রদায়ের কাজের প্রশংসা করেন। আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের ডাকবাংলো চত্ত্বরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক এ কথা বলেন।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া, কমিউনিটি পুলিশিং এর সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, কুশমাইল ইউপি চেয়ারম্যান শামছুল হক, আছিম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, ভবানীপুর ইউপি চেয়ারম্যান মনিরম্নজ্জামান মনির, দেওখোলা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু, পুটিজানা ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল, ফুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মোয়াজ্জেম হোসেন কয়েশ, কমিউনিটি পুলিশিং এর আলহাজ্জ আবুল হোসাইন, ডা. তোফাজ্জল হোসেন, গোলাম মোসত্মফা, নুরুল ইসলাম মুক্তি, কামরম্নজ্জামান জামান, ওয়াদুদ আকন্দ দুদু, ছফর আলী, এবি সিদ্দিক, মনির উদ্দিন মনির প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং এর যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ হারম্নন।
সমাবেশে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন সমস্যা ও সফলতার কথা তুলে ধরা হয়।

সর্বশেষ আপডেটঃ ১০:০৭ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫