| রাত ৩:১১ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে ব্যবসায়ীর স্বর্ণ ও মালামাল লুটের প্রতিবাদে ব্যবসায়ীদের ১ ঘন্টা কর্মবিরতি

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ,১৪ জুন ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর বাজারের স্বর্ণ ও শিল্প সমিতির সহ-সভাপতি কানু লাল দাসকে মারধর, স্বর্ণালংকার ও ব্যবসায়ীক নগদ টাকা এক দল র্দুবৃত্তরা নিয়ে যাওয়ার প্রতিবাদে আজ  রবিবার সকাল ১০ থেকে ১১টা পর্যনত্ম স্বর্ণ-শিল্প বণিক সমিতির অর্ধ শত ব্যবসায়ী অবস্থান কর্মবিরতি ও দোকানপাঠ বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদটির নেতৃত্ব দেন স্বর্ণ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক দেব দুলাল দাস ও তাদের সংঘটনের ব্যবসায়ীরা। জানা যায় গত ৪ দিন আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কানু লাল দাস ও তার ছেলে সাগর চন্দ্র দাস ব্যবসা থেকে বাড়ীতে যাওয়ার পথে পাগলারচর এলাকায় একদল র্দুবৃত্তরা তাদের নিকট থেকে ২০-২৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। গত ৪দিন ধরে স্বর্ণ ব্যবসায়ী কানু লাল দাস(৬০) ও তার ছেলে সাগর চন্দ্র দাস(১৪) আহত অবস’ায় রয়েছেন। এ বিষয়ে কানু লাল দাস বাদী হয়ে বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | জুন ১৪, ২০১৫