| দুপুর ১:৫০ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

চাঁদাদাবীর কারণে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের নিমার্ণ কাজ বন্ধঃ মামলা দায়ের

 

ফুলবাড়ীয়া ব্যুরো চীফ, ১৩ জুন ২০১৫, শনিবার,

ফুলবাড়ীয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবন নিমার্ণ কাজে নিয়োজিত ঠিকাদার জয়নাল আবেদিন বাদলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করার কারণে ভবন নিমার্ণ কাজ বন্ধ হয়ে গেছে এবং সংশিস্নষ্ট ঠিকাদার বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে প্রকাশ, ভবন নিমার্ণ কাজ শুরম্ন করার পর থেকে এবং গত ০৫/০৬/২০১৫ ইং তারিখ সকাল ৯ টায় বিবাদী আশিকুর রহমান, আজগর আলী মলিস্নক, আহসান, এনামুল হক, আব্দুল হাই ও খোরশেদ আলম বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশিয়-অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা ভবন নিমার্ণ কাজ বন্ধ করে দেয় এবং দাবীকৃত ৫ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকার করলে বিবাদীগণ ঠিকাদার কে প্রাণনাশের হুমকি দেয়। নিমার্ণ কাজে কেয়ারটেকার ও ম্যানেজার যথাক্রমে শ্রী গোপাল চন্দ্র ঠাকুর ও শংকর বাবুকে কিল-ঘুশি মারিয়া ফোলা জখম করে। পুনরায় কাজ করতে গেলে ঠিকাদার এবং কেয়ারটেকারগণকে খুন করার হুমকি দিয়ে বিবাদীগণ চলে যায়। এ ব্যাপারে জয়নাল আবেদীন বাদল বাদী হয়ে ঐ ছয় জনকে আসামি করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১১, তারিখ: ১০/০৬/২০১৫ ইং ধারা ১৪৩/ ৩৮৫/ ৩২৩/ ৫০৬ এ পেনাল কোড মোতাবেক মামলা রম্নজু করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০২ অপরাহ্ণ | জুন ১৩, ২০১৫