| রাত ১২:৪২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে অটোরিকশা শ্রমিক সমাবেশ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি ●১২ জুন ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ, অটোরিকশা ও ব্যাটারি জব্দ এবং হয়রানির প্রতিবাদে অটোরিকশা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের স্টেশন রোডের রঙমহল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক জালাল উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা অ্যাডভোকেট এনামুল হক, সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান রম্নমী, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ, অ্যাডভোকেট সোহেল রানা প্রমুখ। বক্তারা গত ১০ জুন কোন ধরনের পূর্ব সতর্কতা বা নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তি প্রচার না করে আকস্মিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাসত্মা থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অটোরিকশা আটকিয়ে জব্দ এবং ব্যাটারি খুলে ফেলার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে জব্দকৃত অটোরিকশা ও ব্যাটারি ফেরৎ দেয়ার দাবি জানান। অন্যথায় লাগাতার শ্রমিক আন্দোলনের মাধ্যমে কিশোরগঞ্জ শহরকে অচর করে দেয়ার হুশিয়ারি দেন। সমাবেশ থেকে আগামী সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যনত্ম অবস্থান ধর্মঘটের কর্মসূচীও ঘোষণা দেয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে শ্রমিক নেতৃবৃন্দ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪১ অপরাহ্ণ | জুন ১২, ২০১৫