| সন্ধ্যা ৬:৪৮ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাই

 

বাজিতপুর সংবাদদাতা ঃ ১২ জুন ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জের বাজিতপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী কানু লাল দাস ও তার ছেলে সাগর চন্দ্র দাস স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার পথে পাগলারচর রাসত্মায় একদল দুর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে তাদের নিকট থেকে ৫-৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৩০-৩৫ হাজার টাকা মারধর করে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে কানু লাল দাস (৭০) ও তার নাবালক ছেলে সাগর চন্দ্র দাস (১৪) গুরম্নতর আহত হয়। গুরম্নতর আহত অবস্থায় তাদেরকে বাজিতপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পাওয়ার পর ঐ দিন রাতে বাজিতপুর থানার এস.আই অলক চন্দ্র দত্ত ঘটনাস’ল পরিদর্শন করেন। বাজিতপুর স্বর্ণ শিল্প কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেব দুলাল দাস আজ শুক্রবার দুপুরে জানান, এই ঘটনাটি খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি বলেন, এ খবরের পর হতে সমিতির সকল ব্যবসায়ীরা খুবই আতঙ্কগ্রস’। এ ব্যাপ্যারে আজ বিকালে কানু লাল দাস বাদী হয়ে একটি সাধারণ ডায়রী করেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৬ অপরাহ্ণ | জুন ১২, ২০১৫