| সকাল ৮:০৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভালুকায় মোহনা উপশহরের কার্যক্রম বন্ধের দাবীতে সাধারন জনতার মানববন্ধন

 

মোঃ ফিরোজ খান, ভালুকা থেকে ॥ ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,

ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও মৌজায় বেসরকারী উদ্যোগ ও অর্থায়নে মোহনা উপশহর প্রকল্প লিঃ এর স্যাটেলাইট টাউনসীট নির্মাণের জন্য ভূমি অধিগ্রহনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ওই এলাকার সাধারন জনগণ প্রায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার কামরম্নল আহসান তালুকদারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।
জানা যায়, ২০০৯সালে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও মৌজায় গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের অধিনস্থ জাতীয় গৃহায়ন কর্তপড়্গের তত্বাবধানে বেসকারি উদ্যোগ ও অর্থায়নে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পালগাও মৌজায় মোহনা উপশহর প্রকল্প লিঃ এর স্যাটেলাইট টাউনসীট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এব্যাপারে ওই সময় অতি গোপনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মোঃ মাহমুদ হাসান, স্থানীয় কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদুজ্জামান তালুকদার হুমায়ুন প্রকল্পটির স্বপড়্গে সংশিস্নষ্ট বিভাগে প্রতিবেদন দেন। পূর্বের প্রতিবেদনের প্রেড়্গিতে বর্তমানে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি অধিগ্রহনের কার্যক্রম শুরম্ন করলে বিষয়টি এলাকাবাসী অবগত হলে এলাকার সাধারন জনগনের মধ্যে ড়্গোভের সৃষ্টি হয়। বর্তমানে ওই পালগাঁও, বড়চালা, তামাট ও টাশকাপাড়া এলাকায় হাই স্কুল, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, গভীর নলকূপ ও খেলার মাঠসহ প্রায় ৩০হাজার মানুষের ১০হাজার বসত বাড়ি রয়েছে। এসব প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও আবাদি জমি নষ্ট করে যাতে প্রসত্মাবিত এ মোহনা উপশহর গড়তে না পারে এবং জমি অধিগ্রহন না করার দাবীতে বৃহস্পতিবার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে ওই এলাকার সাধারন জনগণ প্রায় ঘন্টা ব্যাপি মানব বন্ধন কর্মসূচী পালন শেষে বিড়্গোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার কামরম্নল আহসান তালুকদারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। মোঃ রম্নহুল আমীনের সভাপতিত্বে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রভাষক মজিবুর রহমান, ইউপি সদস্য আলতাফ হোসেন, আলফাজ উদ্দিন মাস্টার,হোসেন ম্যালিটেরি,ফজলুর রহমান,মাজাহারম্নল ইসলাম তালুকদার,আজিজ ডাক্তার,মিন্টু ও ইকবাল প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ১০:১১ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫