| রাত ৮:৪৪ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে হিজড়া-হিজড়া মারামারি, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, ৭ হিজড়া আহত

গফরগাঁও প্রতিনিধি, ১১ জুন ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে হিজড়া-হিজড়া ঝগড়ার জের ধরে হামলা চালিয়ে মারধোর করে স্বর্নের চেইন ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় হামলায় ৭ হিজড়া আহত হয়েছে। প্রতিবাদে বুধরার রাত ১১টার দিকে অর্ধশতাধিক হিজড়া গফরগাঁও থানায় এসে দোষীদের বিচার দাবী করে। এ ঘটনায় ময়মনসিংহ হিজড়া কমিটির সভাপতি সালমা বাদি হয়ে বুধবার রাতে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮জুন ত্রিশালের ধলায় গফরগাঁও রেলস্টেশন এলাকার হিজড়া আকাশের সাথে ময়মনসিংহের কয়েকজন হিজড়ার তর্কাতর্কির এক পর্যায়ে হাতা-হাতি হয়। এর জের ধরে গত বুধবার সন্ধায় ময়মনসিংহের ৭ জন হিজড়া ট্রেন থেকে গফরগাঁও রেলস্টেশনে নামার পর হিজড়া আকাশ তার লোকজন নিয়ে এদের উপর হামলা চালিয়ে মারধোর করে একটি স্বর্নের চেইন ও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় মুক্তা, আকাশী, ডায়না, ঝুলিয়া ও মেরিনসহ ৭হিজড়া আহত হয়। আহতদেরকে গফরগাঁও উপজেলা স্বাস’্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়মনসিংহ হিজড়া কমিটির সভাপতি সালমার দাবী দীর্ঘদিন যাবত গফরগাঁওয়ের হিজড়া আকাশ ময়মনসিংহের হিজড়াদের কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না পাওয়ায় এ ঘটনা ঘটিয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পেয়েছি। তদনেত্মর জন্য এ এস আই জুবায়েরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৫ অপরাহ্ণ | জুন ১১, ২০১৫